সন্ত্রাসী হামলার দায়ে শীর্ষ শিয়া নেতাসহ ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে সৌদী আরবে। তিন দশকেরও বেশী সময়ের মধ্যে সৌদী আরবে এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদন্ড কার্যকর করার ঘটনা।
গণমাধ্যমের খবরে বলা হয় মৃত্যুদন্ডপ্রাপ্ত অনেকের আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা ছিল। মৃত্যুদন্ড পাওয়া ৪৭ জনের মধ্যে শুধু দুইজন ছিলেন সৌদী আরবের নাগরিক, একজন চাদিয়ান এবং অপর একজন মিশরীয় নাগরিক।
শিয়া নেতা শেখ নিমর-আল-নিমর ২০১১ সালে শিয়া জনগোষ্ঠির আরব বসন্তের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি শিয়া সংখ্যালঘূদের প্রতি সৌদী সরকারেরর দৃষ্ঠিভঙ্গীর কড়া সমালোচনা করতেন।
আল-নিমরের ভাই এক টুইট বার্তায় জানিয়েছেন মৃত্যুদন্ড দিয়ে এই বৈষম্যের দাবীর লড়াই থামানো যাবেনা।
লেবানিয়ান সন্ত্রাসী গোষ্ঠী হেজবুল্লাহ নিমরের প্রাদন্ডকে হত্যা বলে উল্লেখ করা হয়েছে। লেবানেনের শীয়া সম্প্রদায়োএর Supreme Shi'ite Islamic Council উপ প্রধান শেখ আব্দুল আমীর বলেছেন এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ভিবিষ্যতে এর পাল্টা প্রতিক্রিয়া হবে।
ইরানের অন্যতম প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আহমাদ খাতামী Ayatollah Ahmad Khatami গনমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছেন নিমরকে মৃত্যুদন্ড দেয়ার মধ্যে দিয়ে সৌদী আরবের রাজপরিবারেরর অপরাধ প্রবনতার বিষয়টির প্রতিফলন দেখা গেল। সৌদী আরবে ২০১৫ সালে মোট ১৫৭ জনের মৃত্যুদন্ড হয়।