দক্ষিন সৌদী আরবের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় ৱঅন্তত ১৭ জন নিহত হয়েছন।
সৌদী টেলিভিশন আল-এখবারিয়ার রিপোর্টে বলা হয়েছে দিক্ষন সৌদী আরবের আভা শহরের একটি মসজিদে বৃহস্পতিবার মুসল্লিরা যখন নামাজ পড়ছিলেন ঠিক তখন হামলাকারি বিস্ফোরণটি ঘটায়। বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
সৌদি আরবের আল আবহা মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অনেক মানুষ নিহত এবং আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে।
সৌদি বাদশাহর কাছে প্রেরিত এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ঘটনাকে দুঃখজনক এবং মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, সন্ত্রাস তা যে পন্থায় বা পদ্ধতিতেই হোক না কেন, বাংলাদেশ এর নিন্দা জানায়। আর সরকার তা মোকাবেলা করতে বদ্ধপরিকর এবং দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী এ লক্ষ্যে সৌদি আরবসহ বিশ্ব সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
সে সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5