সৌদি রাজপরিবারের সদস্যদের আকস্মিক ও অঘোষিত গ্রেপ্তার

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী - সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ, তার ছোট ভাই রাজকুমার নওয়াফ এবং রাজা সালমানের ভাই রাজকুমার আহমেদ বিন আবদেল আজিজকে গ্রেপ্তারের ঘোষণা করেনি এখনো। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলি শুক্রবার এই খবর প্রকাশ করে।

আরব সংবাদমাধ্যমগুলি শুক্রবার সৌদি রাজপরিবারের সদস্যদের আকস্মিক ও অঘোষিত গ্রেপ্তারের পেছনের উদ্দেশ্য নিয়ে জল্পনা কল্পনা করে চলেছে।

মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে সৌদি রাজপরিবারের এই সদস্যদের রাজবাড়ির মুখোশ পরা রক্ষীরা আটক করে এবং তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

ইউএস ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক পল সুলিভান ভিওএএকে জানান সৌদি রাজ আদালত "জটিল ও প্রতিযোগিতামূলক" এবং "ইয়েমেনের যুদ্ধ, চরমপন্থা, দুর্বলতা সহ" দেশটিকে অনেকগুলি সমস্যা ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে।এছাড়াও সৌদি অর্থনীতি, ইরান, করোনাভাইরাস, ভঙ্গুর তেলের বাজার এবং অন্যান্য আঞ্চলিক দ্বন্দ্বের সম্মুখীন সৌদি আরব।