মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বুধবার সকালে মুজাহিদের আবেদনটি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়। পরে তার আইনজীবী শিশির মুহাম্মদ মুনির সাংবাদিকদের বলেন, আবেদনে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে। দুপুরের দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনটি জমা দেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী। তিনি জানান, রিভিউ আবেদনে মূল দশটি যুক্তি তুলে ধরে ফাঁসির রায় পর্যালোচনা করে খালাস দেয়ার আর্জি জানানো হয়েছে।
এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, রিভিউ আবেদন গ্রহণের সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রিভিউ শুনানিতে যদি সাক্ষ্য-প্রমাণের সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাহলে তাদের মৃত্যুদ-াদেশ বহাল থাকবে না।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট
Your browser doesn’t support HTML5