সানায় শিয়া বিদ্রোহীরা ৩ জন আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে

ইয়েমেনে শিয়া বিদ্রোহীরা যে তিন জন আমেরিকানকে গুপ্তচরবৃত্তির দায়ে জিম্মি করে রেখেছিল তাদের মুক্তি দিয়েছে I বুধবার বিদ্রোহী দখলিত সানা থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় I

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে দুজন আমেরিকান নাগরিক জাতিসংঘ সাহায্য কর্মতত্পরতায় জড়িত ছিলেন,তবে বিদ্রোহীরা গুপ্তচর বৃত্তির দায়ে তাদের আটক করে রেখেছিল I ইয়েমেনে শত শত বিদেশীদের মুক্তিপনের বিনিময়ে আটক রাখা হয় I তবে বেশির ভাগই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন I