দক্ষিন সুদানের প্রেসিডেন্ট সিলভা কিইর বিদ্রোহীদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন

দক্ষিন সুদানের প্রেসিডেন্ট সিলভা কিইর বিদ্রোহীদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে সরকারী ও বিদ্রোহী বাহিনীর মধ্যকার ২০ মাসের যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।

রাজধানী জুবায় অনুষ্ঠিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রসিডেন্ট কি'র বলেন শান্তি চুক্তি স্বাক্ষর করছি ঠিকই, কিন্তু এই চুক্তির বহু অংশ বাতিল করতে হবে। গত সপ্তাহে এই চুক্তিতে স্বাক্ষর করেন তার সাবেক ডেপুটি বিদ্রোহী নেতা রিয়েক মাচার।