চরম সঙ্কটের মুখে রাশিয়ার পর্যটন শিল্প 

Covid-19 মহামারী রাশিয়ার অর্থনীতিকে ব্যাপকভাবে আঘাত করেছে I গ্রীস্মকালীন
এই মরশুমে সীমান্ত বন্ধ থাকায়, তাদের পর্যটন শিল্প চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে I চীন ও
পশ্চিমাঞ্চলীয় ইউরোপ থেকে এই সময়টাতে পর্যটকেরা রাশিয়ার রাষ্ট্রীয় জাদুঘরে ভীড় জমিয়ে থাকেন, তবে এখন তাদেরকে আর দেখা যায় না I শুধুমাত্র রাশিয়ার অন্যান্য এলাকা থেকে আসা লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায় I
হাজার হাজার দর্শনার্থী সীমান্ত বন্ধ থাকবার কারণে, সেই নয়নাভিরাম ক্যানাল, যাকে তারা বলে থাকেন, VENICE OF THE BALTIC, তা এবছর আর দেখার সুযোগ পেলেন না I