রাশিয়া বলেছে তারা সিরিয়ায় বোমা হামলা জোরদার করবে

Mideast Syria Russia

রুশ কর্মকর্তারা বলেছেন তারা গত সপ্তাহে সিরিয়ায় বিমান আক্রমণ অভিযান শুরু করার পর থেকে ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে ৬০ বার বিমান হামলা চালায়। কিন্তু সিরিয়ান সক্রিয়কর্মীরা এবং বিদ্রোহী কম্যান্ডাররা বলেছেন মস্কোর বিমান অভিযানে মূলত লক্ষ্যস্থল ছিল মধ্যপন্থী বিদ্রোহী উপদলগুলো। চার দিন ধরে বিমান হামলা চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট পশ্চিমী নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং দাবী জানাচ্ছেন যেন মস্কো সিরিয়ান বিরোধীদের বিরুদ্ধে হামলা বন্ধ করে এবং শুধু ইসলামিক স্টেটের বিরুদ্ধেই হামলা চালায়। তুর্কী নেতা রেচেপ তাইয়েপ এরদোয়ান, এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে রুশ বিমান হামলা মধ্যপন্থী বিরোধী বাহিনীকে লক্ষ্য করে করা হচ্ছে।

ওদিকে রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে ইসলামিক স্টেট কে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তারা আরও বলেছেন তারা আক্রমণ অভিযান অব্যাহত রাখবেন।