রুশ বিরোধী নেতার হত্যাকান্ডে শোক প্রকাশের জন্য হাজার হাজার মানুষ মস্কোর শহরকেন্দ্রে মিছিল করে

People march behind a banner to commemorate Kremlin critic Boris Nemtsov, who was shot dead Friday, in Moscow, Russia, March 1, 2015.

বিরোধী নেতা বোরিস নেমৎসভের হত্যাকান্ডে শোক প্রকাশের জন্য হাজার হাজার মানুষ মস্কোর শহরকেন্দ্রে মিছিল করে।

মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে প্লাকার্ড ছিল যাতে লেখা ছিল “আমি ভীত নই।” প্রেসিডেন্ট ব্লাডিমির পুটিনের সমালোচনায় সোচ্চার এবং উদারপন্থী রাজনীতিক নেমৎসভের স্মরণে লোকজন মিছিল করে। সংগঠকরা বলেন নেমৎসভের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৭০ হাজার মানুষ যোগ দেয়। কিন্তু মস্কো পুলিশ বলেছে ১৬ হাজার মানুষ অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নেমৎসভকে রুশ জনগনের অধিকারের বিরামহীন প্রবক্তা বলে আখ্যায়িত করেন।

যারা নেমৎসভকে হত্যা করেছে পুলিশ তাদের খোঁজ করছে।