রাশিয়ায় কোভিড মহামারীতে এক দিনে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড

স্বাস্থ্য কর্মীরা মস্কো'র কাছে কমুনারকা'র একটি হাসপাতালে সন্দেহজনক এক করোনা রোগীকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন, ফাইল ছবি, ২৬শে জুন, ২০২১,ছবি আলেক্সান্ডার জেমলিয়ানিচেনকো/এপি

রাশিয়া কোভিড মহামারীর কারণে ১দিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে। এ সপ্তাহে ৫ম বারের মত সেখানে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে I

জাতীয় করোনা টাস্ক ফোর্স জানায়, গতকাল ৮৯০ জনের মৃত্যু হয়েছে, যা শুক্রবারের ৮৮৭টি মৃতের সংখ্যা ছাড়িয়ে যায়I টাস্ক ফোর্স আরো জানায়,গতকাল সংক্রমণের নতুন সংখ্যা ছিল ২৫, ৭৬৯ যা কিনা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাI

সার্বিকভাবে ১৪ কোটি ৬০ লক্ষ লোকের দেশ রাশিয়াতে ইউরোপের মধ্যে সবচাইতে বেশি লোকের মৃত্যু হয়েছে, যা প্রায় ২,১০,০০০I

রাশিয়ার কর্মকর্তারা প্রতিদিন এতো সংক্রমণ ও এতো মৃত্যুর পরেও জানাচ্ছেন যে লক ডাউন জারি করার কোনো পরিকল্পনা তাদের নেইI মাস্ক পরিধান বলবৎ থাকলেও, তাতে শিথিলতা লক্ষ্য করা যায়I

মস্কো গ্রীস্মকালে ভ্যাকসিন গ্রহণের প্রমাণাদি অথবা নেগেটিভ পিসিআর পরীক্ষা যাচাই করার স্বল্পকালীন উদ্যোগ নিয়েছিল, তবে ব্যবসা মহল তাদের আয় কমে যাচ্ছে এই প্রতিবাদ জানালে, তারা সেই কর্মসূচি পরিত্যাগ করেI

রাশিয়া যদিও বিশ্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম আবিষ্কারের দাবি করে থাকে, তবে সেই স্পুটনিক ভি ভ্যাকসিন'র একটি ডোজ নিয়েছেন মাত্র ৩২ দশমিক ৫ শতাংশ জনগণ এবং মাত্র ২৮% জনগণ পুরোপুরি ডোজ পেয়েছেনI

এছাড়াও রাশিয়ায় এন্টিবডি পরীক্ষা জনপ্রিয় হওয়াতে অনেকের ধারণা সেই কারণে সেখানে ভ্যাকসিন প্রাপকদের সংখ্যা কমI

পশ্চিমের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এন্টিবডি পরীক্ষা কভিড-১৯ শনাক্তকরণ বা রোগমুক্তি নিরুপন করার ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়I এক্ষেত্রে সেই পরীক্ষা শুধুমাত্র বিগত সংক্রমণের প্রমান নিশ্চিত করতে পারেI বিজ্ঞানীরা জানাচ্ছেন তারা এখন স্পষ্ট নন যে কি মাত্রার এন্টিবডি কারুর প্রতিরোধ নিশ্চিত করবে এবং তা কতদিনের জন্যI