মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনে যিনি দ্বিতীয় স্থান লাভ করেন তিনি পরাজয় মানতে নারাজ

রবিবার মেক্সিকোয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে যিনি কিনা দ্বিতীয় স্থান লাভ করেন তিনি পরাজয় মানতে নারাজ – বলছেন , ভোট গননায় কারচুপি হয়েছে ।

প্রায় শতভাগ ভোটের গননাই সম্পন্ন হয়েছে এখন এবং তাতে দেখা যাচ্ছে এনরিকে পেনিয়া নিয়েতো তাঁর বামপন্থী প্রতিদ্বন্দ্বী আঁদ্রেস মানুয়েল লৌপেয ওব্রাদরের চেয়ে ৩৮/৩১ বা ৭ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন । রবিবারের ভোটের কয়েক সপ্তাহ আগে যে জনমত সমিক্ষা চালানো হয়েছিলো তাতে পেনিয়া নিয়েতোর যে দ্বিত্য সংখ্যার ব্যবধানে এগিয়ে থাকার কথা বলা হয়েছিলো এখনকার এ ব্যবধান সে তুলনায় অনেক কম । লৌপেয ওব্রাদর বলছেন – ফলাফল সরকারি ভাবে ঘোষিত হবার পর তিনি ফলাফল চ্যালেঞ্জ করবেন । পেনিয়া নিয়েতোর institutional revolutionary party মেক্সিকোয় শাসন পরিচালনা করেছে ৭১ বছর , ২ হাজার সাল পর্যন্ত ।