আর্থ সামাজিক ও জাতিভিত্তিক জনগননায় জাতিগত যে তথ্য পাওয়া গিয়েছে তা প্রকাশের পক্ষে মত দিল কংগ্রেস ।তাই ওই কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার বলেও একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে।কংগ্রেস মুখপাত্র রাজীব গৌড়া এদিন বলেছেন ,তথ্য যদি থাকে তবে নির্দিষ্ট সময়ে তা প্রকাশ করা উচিত।কারণ,জাতি ভিত্তিক তথ্য হাতে থাকলে বিভিন্ন কর্মসূচি কতটা সফলভাবে রূপায়িত হচ্ছে ,তার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।পাশাপাশি বোঝা যাবে ওই কর্মসূচিগুলি থেকে সুবিধা কারা পেল।তবে এই তথ্য সতর্কতার সঙ্গে প্রকাশ করা উচিত,যাতে কোথাও কোনো নেতিবাচক প্রক্রিয়া দেখা না যায় ।উল্লেখ্য ইউপিএ সরকারের আমলেই এই জাতিভিত্তিক তথ্য গণনার কাজ শুরু হয়েছিল।সেই সময়ও এই গণনা নিয়ে প্রচুর জলঘোলা হয়।পক্ষেবিপক্ষে প্রচুর মতামত দেখা যায়। আর্থসামাজিক জনগননার তথ্য প্রকাশ হলেও ,এনডিএ সরকার জাতিভিত্তিক গণনার তথ্য প্রকাশ স্থগিত রেখেছে।রাজনৈতিক মহলের অভিমত এই মুহূর্তে দেশে বিহার নির্বাচনের আগে রাজনৈতিক কারণেই ওই জাতিভিত্তিক গণনার কাজ স্থগিত রেখেছে এনডিএ সরকার।এমনকী এ বিষয়ে প্রশ্ন করা হলে ,বিষয়টি আধিকারিকদের সিদ্ধান্ত বলে মন্তব্য এড়িয়ে যান কেন্দ্রীয় গ্রামীন উন্নয়ন মন্ত্রী চৌধূরী বিরেন্দর সিং।
Your browser doesn’t support HTML5