ইসলামি জঙ্গিদের হাতে বৈমানিক হত্যায় জর্দানে প্রতিবাদ

জর্ডানের বৈমানিককে নৃশংসভাবে হত্যা করার পর সারা দেশে দারুণ ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে সরকার, জনগন সোচ্চার।

এই পরিস্থিতি নিয়ে আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার টেলিফোনে আলোচনা করেছেন ঢাকায় Bangladesh Institute for Security & Peace Studiesর প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মুনিরুজ্জামানের সঙ্গে।

জেনারেল মুনিরুজ্জামান জর্ডান পরিস্থিতি ইসলামিক স্টেটের বিভিন্ন কার্যকলাপ লক্ষ্য করছেন। জর্ডানী বৈমানিককে নিষ্ঠুরভাবে হত্যার জবাবে, জর্ডান ২০০৫ সালে আম্মানে আত্মঘাতি বোমা হামলায় তার ভুমিকার জন্য ইরাকী মহিলা সাজিদা আল রিশওয়াই এবং আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট আর এক ইরাকী যিয়াদ আল কারবুলিকে ফাঁসি দিয়েছে। এই যে পরিস্থিতি, ইসলামিক স্টেট এর আগেই দুজন জাপানী জিম্মীকেও নৃশংসভাবে হত্যা করেছে, একের পর এক এইসব ঘটনা সম্পর্কে রোকেয়া হায়দারের সঙ্গে মুনিরুজ্জামানের কথোকথন

Your browser doesn’t support HTML5

গোল টেবিল আলোচনা শুনুন