আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মধ্য এশিয়ার দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়া

তাজিকিস্তান-আফগানিস্তান সীমান্ত, ১৩ই অক্টোবর, ২০২০, ফাইল ছবি, ২০২০- ভোয়া

কাবুলে তালিবান ক্ষমতা দখলের পর আশ্রয়প্রার্থী আফগান জনগণ দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলির কাছ থেকে অসম অভ্যর্থনা পাচ্ছেন, কোথাও তাদের স্বাগত জানানো হচ্ছে, কোথাও বা ফিরিয়ে দেয়া হচ্ছে, আবার কোথাও ইউরোপ বা অন্য কোনো দেশে যাওয়ার মুখে রসদ সংগ্রহের জন্য কয়েক ঘন্টা থাকবার অনুমতি দেয়া হচ্ছে I

মধ্য এশিয়ার কয়েকটি দেশ ২০ বছর আগে তালিবানকে বিতাড়িত করতে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানে সক্রিয় অংশীদার ছিল, তবে সাম্প্রতিক বছরগুলিতে তালিবানের আগ্রাসী কূটনৈতিক তৎপরতা কিছু প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র তাদের আনুগত্যের পুনর্মূল্যায়ন করতে শুরু করেI রাশিয়াও তাদের নিজ রাজনৈতিক এবং নিরাপত্তার স্বার্থে ভূমিকা পালন করছে।

পালিয়ে যাওয়া আফগানদের প্রতি সবচাইতে সহানুভূতিশীল দেশ হচ্ছে তাজিকিস্তান, যারা জাতিসংঘ ও অনান্য সংস্থার সাহায্যে আফগানিস্তান সীমান্তবর্তী তাদের দুটি প্রদেশে আশ্রয় শিবির ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ করছে, যেখানে ১ লক্ষ শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করা হবেI