রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্থ স্থানীয়দের সহায়তা করবে সরকার- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

AK rohingya

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্থ স্থানীয়দের জীবন-মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতারবাড়ী বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তা করার জন্য কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্থ স্থানীয়দের জীবন-মান উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের মাতারবাড়ি ১৩২/৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য কক্সবাজারবাসীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার; যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। আর এই কক্সবাজারকে ঘিরে পযর্টন এবং উন্নয়নের মেলবন্ধন রচনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন ছয়টি বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্থ স্থানীয়দের সহায়তা করবে সরকার- প্রধানমন্ত্রী শেখ হাসিনা