কুতুপালং শরণার্থী শিবিরে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

৯ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করেছে র‍্যাব

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের পর ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।ঘটনাস্থলের পাশে বসবাসকারী আতংকিত অনেক রোহিঙ্গা অন্য ক্যাম্পে চলে গেলেও তারা আবার ফিরতে শুরু করেছেন। সংঘর্ষে জড়িত সন্দেহে ৯ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে নিহত চারজনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। এদের মধ্যে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী। অপর দুজন বাংলাদেশী।

প্রাথমিকভাবে বাংলাদেশী দুজন গাড়ীর চালক এবং হেলপার বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের গাড়িতে করে ওই দুই রোহিঙ্গা সন্ত্রাসী পালানোর সময় প্রতিপক্ষরা হামলা চালায়।গত এক সপ্তাহে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Your browser doesn’t support HTML5

কুতুপালং শরণার্থী শিবিরে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে