মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ওআইসি

Rohingya

রোহিঙ্গাদের ওপর নির্যাতন নীপিড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সৌদি আরবের মক্কা শহরে ৫৭ জাতি ওআইসির শীর্ষ সম্মেলনে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে মঙ্গলবার।ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। খবরে বলা হয় মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে মিয়ানমারেরে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে গঠিত মন্ত্রী পর্যায়ের অ্যাড হক কমিটিকে ওই মামলা করতে বলা হয়েছে। অতি সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলনের ‘মক্কা ঘোষণা’য় রোহিঙ্গা শব্দটির সরাসরি উল্লেখ না থাকলেও সম্মেলনের আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে ঘোষিত ইশতেহারে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে। শীর্ষ সম্মেলনের ইশতেহারে রোহিঙ্গাদের মানবেতর পরিস্থিতির তীব্র নিন্দা জানানো হয়েছে।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ওআইসি