প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে রোহিঙ্গাদের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে নিয়ে বাংলাদেশে উৎসাহের কমতি নেই। বিশ্বের সর্ববৃহৎ কুতুপালং শরণার্থী ক্যাম্পেও লেগেছে সেই উৎসাহের ঢেউ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই পাশে থাকার জন্য বাংলাদেশ ও আমেরিকার সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। রোহিঙ্গাদের আশাবাদ- জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে উল্লেখ্য করা রোহিঙ্গা সংকট সমাধানের প্রস্তাবনাগুলো বাস্তবায়নে ভূমিকা রাখতে বাইডেনকে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গারা।
নির্বাচিত নতুন সরকার রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন রোহিঙ্গারা।

Your browser doesn’t support HTML5

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে রোহিঙ্গাদের অভিনন্দন