ইইউ’র বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর বলেছেন, কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা তাদের নিজস্ব জাতিগত পরিচয় ও অধিকার নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চান। আগামীকাল মিয়ানমার সফরকালে তিনি দেশটির নীতিনির্ধারকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। মিয়ানমার সফরের আগে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা নিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এসময় সাংবাদিকদের সাথেও কথা বলেন অ্যামন গিলমোর।

মঙ্গলবার সকালে থেকে তিনি কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুরে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে সাক্ষাৎ করেন। এই সফরের অভিজ্ঞতা নিয়ে আগামীকাল বুধবার তিনি মিয়ানমার সফর করবেন।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।