এবিএস -সিবিএন মাধ্যম শনিবার দিনের শেষে জানায়, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথী হতে চলেছেন এবং তাঁর বাবার দীর্ঘদিনের সহযোগী দাঁড়াচ্ছেন তাঁর রানিং মেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবেI
সারা দুতার্তে কার্পিও বর্তমানে ফিলিপাইনের তৃতীয় বৃহত্তম শহর দাভাও'র মেয়রI শনিবার তিনি ওই পদে আবারো দাঁড়ানোর জন্য আবেদনপত্র জমা দেনI তিনি আগে জানিয়েছিলেন যে পরের বছর জাতীয় প্রধান পদের জন্য তিনি দাঁড়াচ্ছেন নাI
এবিএস -সিবিএন, প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে একজন সাংবাদিকের সাক্ষাৎকারের ভিত্তিতে এই কথা জানায়, যেখানে তিনি বলেন যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ।তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠ,অনুগত সেনেটর ক্রিস্টোফার বং গোকে নিয়ে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আবেদনপত্র জমা দিচ্ছিলেনI
তাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সারা-গো কি নিশ্চিত?
তাঁর উত্তরে রদ্রিগো দুতার্তে জানান, হ্যা সারা-গো জুটি দাঁড়াচ্ছেI
প্রেসিডেন্ট যা বলেছেন তা নিশ্চিত করতে দুতার্তে কার্পিও'র মুখপাত্র ক্রিস্টিনা গার্সিয়া ফ্রেস্কো রয়টার্সকে জানান,"স্থানীয় মাধ্যমে যা প্রকাশিত হয়েছে আমি ততটুকুই জানি, এ ব্যাপারে আমাদের আর কোনো মন্তব্য নেই"I
রয়টার্স মন্তব্যের জন্য অনুরোধ জানালে, গো তাৎক্ষণিভাবে তাঁর কোন জবাব দেন নিI রদ্রিগো দুতার্তের রাজনৈতিক দল সরকারিভাবে এখনো কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর কথা ঘোষণা করেনিI কার্পিও'র দলটিও ভিন্নI
অবসরপ্রাপ্ত রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক টেমারিও রিভেরা বলেছেন, দুতার্তের মেয়ে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন, তবে গো'র কোনো রাজনৈতিক ভিত্তি বা অভিজ্ঞতা নেই, তাই আমি বলবো, দুতার্তে-কার্পিও টিকেট হবে দূর্বল"I