জাকসনভিলের রিপাবলিকান কনভেনশন অনুষ্ঠান বাতিল করলেন প্রেসিডেন্ট ট্রাম্প 

美国总统特朗普(Donald Trump)2020年7月21日在白宫记者会上(路透社)

ফ্লোরিডা'র জাকসনভিল,করোনা সংক্রমণের একটি হট-স্পট বলে বিবেচিত I আগামী মাসে সেখানেই অনুষ্ঠিত হবার কথা ছিল রিপাবলিকান দলের কনভেনশন অনুষ্ঠান I তবে প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দর্শিয়ে তা বাতিল ঘোষণা করেছেন I
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের বলেন, এ ধরণের বড় কোনো অনুষ্ঠান হবার এটা সঠিক সময় নয় I আমেরিকার জনগণের সুরক্ষার স্বার্থে আমি এই কনভেনশন বাতিল ঘোষণা করছি I
তবে নর্থ ক্যারোলাইনার শার্লোটে সরকারি ভাবে ট্রাম্পকে প্রার্থী ঘোষণা করতে ৩৩০জন ডেলিগেটস সেখানে মিলিত হবেন I সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে আমার এই সিদ্বান্ত নেয়া I