জামায়ত নেতা এবং একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটনের জন্যে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেইন সাঈদির মৃত্যুদন্ডাদেশে পরিবর্তে , আমৃত্যু কারাদন্ডের যে আদেশ দেওয়া হয়েছে , ইউরোপীয় পার্লামেন্ট বুধবার গৃহীত এক প্রস্তাবে তাকে স্বাগত জানিয়েছে। এ দিকে ঐ আদেশের বিরুদ্ধেও জামায়াত হরতাল পালন করেছে । ইউরোপীয় পার্লামেন্টর ঐ প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সব বিষয়ে বিস্তারিত শুনুন আমির খসরুর পাঠানো এই রিপোর্টে :
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন যে তিস্তার পানি বন্টন , স্থল সীমা চুক্তি ও প্রটোকল সহ ভারতের সঙ্গে অনিস্পন্ন ইস্যুগুলো্র দ্রুত সমাধানে ভারতের নতুন নের্তৃত্বের কাছে আহ্বান জানাবে বাংলাদেশ । ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা :
Your browser doesn’t support HTML5
বাংলাদেশ এবার শ্রীলংকায় চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।শুনুন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট :
Your browser doesn’t support HTML5