বাংলাদেশের কিছু খবরাখবর

লন্ডন ভিত্তিক বিখ্যাত সাময়িকী দ্য ইকনমিস্ট মনে করে দশ ট্রাক অস্ত্র মামলার রায়, রাজনৈতিক ও আইনী দৃষ্টিকোন থেকে গুরুত্বপুর্ণ। শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয় যে ধারণা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারেক রহমানও জড়িয়ে পড়তে পারেন। পত্রিকাটি লিখছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পর্কে দায়িদের খুঁজে করার সঙ্কল্প প্রকাশ করেছে। তবে পত্রিকাটি মনে করে যে আপাতত বিএনপি কোণঠাসা হয়ে পড়লেও , ভবিষ্যতে রুখে দাঁড়াতেও পারে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা :


Your browser doesn’t support HTML5

শুনুন মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন


শুক্রবার ঢাকায় এক আলোচনায় বিএনপি ‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , তাঁর কথায় , প্রতিদিন বিনা বিচারে বিরোধীদলের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেন। বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের ঢাকা প্রতিবেক জহুরুল আলমের কাছে:

Your browser doesn’t support HTML5

শুনুন জহুরুল আলমের রিপোর্ট