বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলাকালে যে সব সংঘাত, সহিংসতা, পেট্রোল বোমা হামলা এবং হত্যাকান্ডসহ যেসব ঘটনাবলী ঘটেছে তার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে -তা বিচারে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করেছে। সন্ত্রাস বিরোধী আইনে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ভাষায়- পেট্রোল বোমার নির্দেশদাতা খালেদা জিয়া এবং তার সহযোগীসহ সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলো বিচারের জন্য সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রী আরও বলেন, তার ভাষায়- খালেদা জিয়ার হুকুমে গত জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধে মোট ১৩৪ জনকে হত্যা করা হয় ও ১৩৯৫টি যানবাহনে নাশকতা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ২৭ ধারা মোতাবেক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।
Your browser doesn’t support HTML5