রামপালে , বাংলাদেশ-ভারত যৌথ কয়লা-বিদ্যুত কেন্দ্র প্রকল্প এবং ভারত থেকে বিদ্যুত সরবরাহের সঞ্চালন কেন্দ্র উদ্বোধন করেছেন বাংলাদেশ-ভারত দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয় । ভারতের প্রধানমন্ত্রী ভিডিও করফারেন্সের মাধ্যমে এ ব্যাপারে বক্তব্যের অবতারনা করেন । রামপাল বিদ্যুত কেন্দ্রের কারনে সুন্দরবনের ক্ষতি হবেনা বলে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা – একথা আপনারা ইতিমধ্যেই বিশ্ব সংবাদেই শুনেছেন আমির খসরূর রিপোর্টে – বিষয়টি নিয়ে বাংলাদেশের তেল-গ্যাস জাতিয় কমিটির বিরোধিতার কথাও উল্লেখ করেছেন আমাদের সংবাদদাতা । বিষয়টি নিয়ে দু’ই প্রধানমন্ত্রীর এবং জাতিয় কমিটির নেতার কণ্ঠনিসৃত বক্তব্যসহ রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঐ সংবাদদাতা , ঢাকা থেকেই ।bd india power
Your browser doesn’t support HTML5