মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিশাল বিশাল হোর্ডিংএ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখানো হয়েছে রাম হিসেবে, যিনি তীর ছুঁড়ছেন রাবণবেশী নরেন্দ্র মোদীর দিকে।
বিজেপির অস্ত্রেই বিজেপিকে কাত করতে চাইছে কংগ্রেস। সংখ্যাগুরু ভারতীয়দের মন রাখতে রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরেই নরম হিন্দুত্বের তাস খেলছেন। নিজেকে শিব ভক্ত হিসেবে প্রচার করতে কখনও মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন, কখনও যাচ্ছেন দুর্গম মানস তীর্থ দর্শনে, তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তাঁর রাম মূর্তি। এর আগে বিহারের কয়েকটি জায়গায় আর এলাহাবাদের কুম্ভ মেলায় হোর্ডিংএ রাহুলকে রাম আর বোন প্রিয়ঙ্কাকে দুর্গা হিসেবে দেখানো হয়েছে, তা নিয়ে হৈচৈও কম হয়নি। আজ রাহুল গিয়েছিলেন ভোপালে এক কৃষক সমাবেশে বক্তৃতা দিতে এবং মধ্যপ্রদেশের এবারের ভোটে কংগ্রেসকে জেতানোর জন্য ধন্যবাদ জানাতে। তার একদিন আগে থেকেই ভোপালে বড় বড় পোস্টার আর হোর্ডিং টাঙানো হয়, যাতে দেখানো হয়েছে, রামবেশী রাহুল রাক্ষসরাজ রাবণবেশী মোদীর দিকে তীর ছুঁড়ছেন। রাবণের মতো মোদীরও দশটি মাথা দেখানো হয়েছে। নীচে লেখা, এবার রাম রাজত্ব আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো, কংগ্রেসের সরকার এলে রাম মন্দির গড়ে দেবে। যদিও এমন কথা রাহুল গান্ধী নিজে কখনও বলেননি। তাই অদূর ভবিষ্যতে কংগ্রেসের নীতি কী হয়, রাজনৈতিক পর্যবেক্ষকেরা সেদিকে নজর রাখছেন।
কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5