রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম মারা গেছেন

রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম আজ সকালে দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন যাবৎ বয়সজনিত নানারকম অসুস্থতার শিকার হয়ে পড়েন, স্মরণশক্তিও চলে গিয়েছিল। বেশ কিছুকাল ধরে কাউকে তিনি চিনতে পারছিলেন না। কিন্তু তাঁর অগণিত ছাত্র-ছাত্রী, বন্ধু ও আত্মীয়-স্বজন সকলেই তাঁকে একজন অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং ভালো মানুষ হিসেবে মনে রাখবেন। রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্রের প্রিয় ছাত্রী পূর্বা দাম তাঁর জীবনে বহু ছাত্র-ছাত্রী তৈরি করে গিয়েছেন এবং সুচিত্রা মিত্রের গায়কীর ধারাবাহিকতা বজায় রেখে গিয়েছেন। কিন্তু তার মধ্যেও পূর্বা দামের কণ্ঠের স্বাতন্ত্র্য খুঁজে পেতে কষ্ট হতো না। আজ সুচিত্রা মিত্রের জন্মদিন, এই দিনেই চিরবিদায় নিলেন পূর্বা দাম। এ এক আশ্চর্য সমাপতন। পূর্বার দাদা সুরজিৎ সিংহ ছিলেন বিশ্বভারতীর একসময়ের উপাচার্য। ময়মনসিংহের মেয়ে পূর্বা দাম বাংলাদেশেও অতি পরিচিত ও জনপ্রিয় ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করে বলেছেন, পূর্বা দামের মৃত্যুতে বাংলা সংস্কৃতি জগত আরও খানিকটা ম্লান হয়ে

Your browser doesn’t support HTML5

রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম মারা গেছেন



গেল।