ঢাকা মহানগরীকে দ্বিখন্ডিত করার প্রস্তাব সম্পর্কে নগর গবেষকের বিশ্লেষণ

ঢাকা মহানগরীকে দ্বিখন্ডিত করার প্রস্তাব সম্পর্কে নগর গবেষকের বিশ্লেষণ

বাংলাদেশে রাজধানী ঢাকা মহানগরীকে যে দ্বিখন্ডিত করে পৃথক পৃথক দু’ই নগর পিতার কতৃত্বাধীনে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে , তা নিয়ে উত্থিত বিরোধিতা ও বিরুপ সমালোচনার প্রেক্ষিতে আমরা কথা বলি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জূরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ-গবেষক প্রফেসার নজরূল ইসলামের সঙ্গে । বলা হচ্ছে নগরবাসিদের সিটি কর্পোরেশানের তরফে যেসব সেবা-পরিষেবা দেওয়া হয়ে থাকে সেসব সুষমভাবে দেওয়ার নিশ্চয়তা বিধানে দায়িত্ব-কর্তব্য ভাগ করে দিলে ব্যাপারটা তুলনামুলকভাবে সহজ হবে । প্রফেসার নজরূল ইসলাম মন্তব্য করেন – কেউ হয়তো বলতে পারেন , বিশ্বের কোথাও তো নেই , তাহলে ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখন্ডিত করলে কেমন হবে । বলেন এ ক্ষেত্রে এটাও বলা যায় যে পৃথিবীর কোথাও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই কিন্তু বাংলাদেশে , আওয়ামি লিগের দাবীতে তাও হয়েছিলো , এখন আবার আওয়ামী লিগই ওই ব্যবস্থা ভাঙ্গতে চায় , ক্ষমতা বহির্ভুত বিরোধী দল আবার ওটাই বলবত রাখার লক্ষে প্রচন্ড আন্দোলনের মাধ্যমে দাবী জানাচ্ছে – এই সিটি কর্পোরেশানের বেলাতেও যে ওমনোটি কোনোদিন হবে না সেটা কি জোর দিয়ে বলা যায় । প্রফেসার নজরূল ইসলামের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।