ইউক্রেইনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রুশপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়ার পরেও প্রতিবাদকারীরা সাধারণ ক্ষমা মঞ্জুরের বিনিময়ে, দখলকৃত ভবন ছেড়ে দেওয়ার জন্য সরকারী চুড়ান্ত সময়সীমা সোমবার অগ্রাহ্য করে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলের হরলিসকা শহরে প্রতিবাদকারীরা পুলিশের প্রধান কার্যালয়ের জানালা চুরমার করে । তারা পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে এবং ষ্টেশনের নিযন্ত্রণ দখল করে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ করেছেন তিনি যেন ইউক্রেইন সরকারকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষপ করার বিষয়ে নিরুতসাহিত করেন।
রুশপন্থী বিক্ষোভকারীরা ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে গণভোট চায়। গতমাসে ক্রাইমিয়ায় একই রকম ভোট হয়।
ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট আলেকসান্ডার তুরচিনভ হুমকী দিয়েছেন যে যারা ভবনগুলো দখল করেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান চালানো হবে।