'ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা' চর্চা করার জন্য স্বাধীনতা আছে কি?

৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের স্লোগান 'ভয় ও পক্ষপাতিত্তবিহীন সাংবাদিকতা'। প্রকৃত অর্থে বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীদের সে অধিকার কি আছে? তারা কি পারছেন মুক্ত কণ্ঠে তাদের মত প্রকাশ করতে? তারা কি পারছেন সামাজিক মাধ্যমে তাদের মন্তব্য তুলে ধরতে? চিত্রসাংবাদিক শহিদুল আলম এ বিষয়ে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে।

Your browser doesn’t support HTML5

আজ ৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস। কিন্তু গণমাধ্যম কর্মীরা কতটুকু মুক্ত?