প্রসিডেন্ট ওবামা আজ রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে ভাষণ দিবেন

যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা আজ কংগ্রেসের যুগ্ম অধিবেশণে তাঁর রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কিত বার্ষিক ভাষণ দিতে যাচ্ছেন। ঐ ভাষণে তিনি বিত্তশালী আমেরিকানদের কর বৃদ্ধির আহ্বান জানাবেন। এই প্রথম তাঁর শাসনামলে বিরোধী দল ‘রিপাবলিকান’ সম্পূর্ণ ভাবে প্রভাব বিস্তার করছে।

মিঃ ওবামা, সতন্ত্রভাবে বিষয়-সম্পদ বিক্রী্র মাধ্যমে যারা লক্ষ লক্ষ ডলার মুনাফা অর্জন করছেন যেমন ষ্টক, বন্ড এবং বাড়িঘড় বিক্রির মাধ্যমে তাদের কর বৃদ্ধির আহ্বান জানাবেন।

এ ভাবে প্রাপ্ত আয় প্রেসিডেন্ট ব্যয় করতে চান আগামি ১০ বছর স্বল্প আয়ের আমেরিকানদের কর রেয়াত বাবদে। ঐ রাজস্বের পরিমান দাঁড়াবে আনুমানিক ৩২ হাজার কোটি ডলার।

ইতিমধ্যেই প্রসিডেন্টের ঐ প্রস্তাব রিপাবলিকান আইন প্রনেতারা প্রত্যাক্ষাণ করে দেবে বলেই মনে হচ্ছে। নভেম্বর মাস থেকে কংগ্রেসের দুই কক্ষ ‘সেনেট এবং প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা বিপুল সংখ্যা গরিষ্টতা লাভ করে ।এবং তারাই এখন উভয় কক্ষ নিয়ন্ত্রণ করছে।