ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্ক ক্ষমতাসীন ঐক্য সরকার বিলুপ্তী হওয়ার একমাস পরে, সংসদ ভেংগে দিয়ে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের আহ্বান জানালেন।
মিঃ পরোশেঙ্ক সোমবার বলেন, তিনি সংবিধান সম্মত ভাবে পদক্ষেপ নিয়েছেন। তিনি ২৬ শে অক্টোবর নতুন সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
গত সপ্তাহে, প্রেসিডেন্ট বলেছেন, সংসদ সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত গৃহিত হবে ইউক্রেনের জনগণের চাওয়ার ওপরে ভিত্তি করে।
মিঃ পরোশেঙ্ক সোমবার বলেছেন, রুশ ট্যাংক এবং সশস্ত্র বহর দেশের দক্ষিণপুর্বাঞ্চলে যে প্রবেশ করেছে সে বিষয়ে তিনি গভীর ভাবে উদ্বিগ্ন।
ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র অ্যানড্রি লাইসেঙ্কো বলেছেন, ১০টি ট্যাংক, দুটি সশস্ত্র যান এবং দুটি ট্রাক শেরবাকের কাছে সীমান্ত অতিক্রম করেছে। তিনি বলে্ রুশ সামরিক যানবহর বিচ্ছিন্নতাবাদী ডনেটস্ক বিদ্রোহীদের পতাকা বহন করছিল।