পোপ ফ্রান্সিস আজ বুধবার যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম পুর্ণাঙ্গ দিনের গোটাটাই অতিবাহিত করছেন ওয়াশিংটনে- হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর সাক্ষাৎকার-বৈঠক হচ্ছে এবং এখন যেটা কিনা ক্যালিফোর্নিয়া নামে পরিচিত সেই সেখানকার অস্টাদশ শতকের এক স্পেনীয় খৃষ্ট ধর্মের প্রচারককে খৃষ্টান ধর্মের বিধান মোতাবেক সিদ্ধ পুরুষ বলে ঘোষনা দেবেন পৌপ। হোয়াইট হাউস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আনুমানিক পনেরো হাজার অভ্যাগতের উপস্থিতিতে প্রেসিডেন্ট ওবামা পোপ ফ্রান্সিসকে স্বাগত: জানিয়ে বলেন-কি সুন্দর এ দিন,ঈশ্বর আমাদের জন্যে দিয়েছেন-বলেন, পৌপের বানী এ গোটা দেশে- সারা বিশ্বের মানুষকে প্রেম-ভালোবাসার বারতা-আশার বানী শুনিয়েছে-উদ্দীপিত করেছে আমাদের।(এ্যাক্ট)
জবাবে পৌপ ফ্রান্সিস বিশ্ব প্রেক্ষাপটে এ্যামেরিকার ভুমিকার প্রতি সাধুবাদ জানান- (এ্যাক্ট)
এর আগে গতকাল মঙ্গলবার অপরাহ্নে ওয়াশিংটনের উপকণ্ঠবর্তি এ্যান্ড্রুজ জয়েন্ট বেইস বিমান ঘাঁটিতে পৌপ এসে পৌঁছুলে প্রেসিডেন্ট ওবামা তাঁর পরিবার বর্গের সদস্যবৃন্দের সঙ্গে মিলে তাঁকে স্বাগত: জানান-হাভানা ও ওয়াশিংটনের মধ্যেকার পাঁচ দশক দীর্ঘ কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটানোয় পৌপের অবদানের জন্যে বিরোচীত সম্বর্ধনায় অভিসিক্ত করেন তাঁকে।বিমান ঘাঁটির সম্বর্ধনা অনুষ্ঠানের পর পৌপ মোটোর শোভাযাত্রা সহকারে চলে আসেন রাজধানী ওয়াশিংটনের ভ্যাটিকান কূটনৈতিক মিশন ভবনে- ওয়াশিংটনে অবস্থানকালে ওখানেই থাকছেন তিনি।
বুধবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎকার-বৈঠকের পর পৌপ ওয়াশিংটন মলে প্রার্থনা অনুষ্ঠানে পৌরহিত্য করবেন/ ওখানেই অস্টাদশ শতকের স্পেনীয় খৃষ্ট ধর্মের প্রচারককে খৃষ্টান ধর্মের বিধান মোতাবেক সিদ্ধ পুরুষ বলে ঘোষনা দেবেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষন দেবেন তিনি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে এটাই হবে কোনো পোপের প্রথম ভাষন।শুক্রবার পৌপ যাবেন নিউ ইয়র্কে – জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশনে তাঁর ভাষন দেবার কথা। শনিবার সকালে পৌপ যাবেন ফিলাডেলফিয়া- ভ্যাটিকানের উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিবার-পরিজন সমাবেশে যোগদান উপলক্ষে।