পোপ ফ্রান্সিসের আফ্রিকা সফর

রোমান ক্যাথলিক গির্জার প্রধান,পোপ ফ্রান্সিস কেনিয়ার তরুণদের প্রতি উপজাতীয় আচার আচরণ ছেড়ে একে অপরের কথা শোনা এবং মানুষকে আপন করে নেওয়ার আহ্বান জানান।

কেনিয়ায় শুক্রবার কাসারানি ষ্টেডিয়ামে হাজার হাজার তরুণ আফ্রিকানদের সমাবেশে পোপ সহিংসতা এবং দূর্নীতি সম্পর্কে তাদের যে উদ্বেগ রয়েছে তা উল্লেখ করেন। তিনি পরস্পরের প্রতি হিংসাত্মক হামলার প্রবণতা ত্যাগ করে একে ওপরকে বোঝা এবং সহযোগিতা করার প্রতিও আহ্বান জানিয়েছেন।

তিনি সমবেত জনগণের উদ্দেশ্য বলেন, দুটি পথের একটি গ্রহণ করার মত শক্তি আপনাদের আছে। একটি হচ্ছে কঠিন এবং বিভক্তির পথ বেছে নেওয়া অথবা স্বার্থপরতা ভুলে অন্যের সমস্যায় সাহায্য করা। শুক্রবার গোঁড়ার দিকে পোপ নাইরোবির কাঙ্গিমি বস্তি পরিদর্শন করেন । তিনি দরিদ্র জনগণের জন্য ভাল বাসস্থান এবং তাদের নিরাপত্তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।।

পোপ আজ উগান্ডায় যাবেন এবং সেখান থেকে রবিবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পৌঁছবেন । সোমবার তিনি রোমের উদ্দেশ্যে রওনা হবেন।