উগান্ডার প্রার্থনা সভায় পোপের ভাষণ

পোপ ফ্রান্সিস তাঁর আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে আজ উগান্ডায় যে প্রার্থনা সভায় বক্তব্য রেখেছেন সেখানে বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানান।এই বিশাল প্রার্থনাটির আয়োজন করা হয় উন্মুক্ত একটি পব্রিত্র স্মৃতিক্ষেত্রে যেখানে নিজের ধর্মীয় বিশ্বাস ত্যাগ করতে অস্বীকৃতি জানানোর অপরাধে স্থানীয় রাজা ১৮ শতকে তাদের পুড়িয়ে হত্যা করেন।

ভ্যাটিকান বেতার থেকে প্রকাশিত পান্ডুলিপি অনুযায়ী পোপ বলেন ঐ সব লোকদের বিশ্বাস সকল মানুষের মঙ্গল কামনা করেছে যাদের মধ্যে সেই রাজা ও রয়েছেন যিনি তাদের খ্রীষ্টীয় বিশ্বাসের জন্য তাদেরকে হত্যা করেন। তিনি বলেন তাদের প্রতিক্রিয়া ছিল ঘৃণার বিপরীতে প্রেম যা কীনা বাইবেলের মাহাত্মকেই তুলে ধরেছে। প্রার্থনা সভায় যোগ দেয়ার জন্য হাজার হাজার লোক মাঠে তাঁবু খাটিয়ে অপেক্ষা করেছে।

দিনে আরও পরেরর দিকে পোপ তরুণদের একটি সমাবেশে ভাষণ দেবেন , একটি দাতব্য প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং দ্বিতীয় দিন স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে মিলিত হবেন।