বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা করতে এবার পোপের আহ্বান

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বৈশ্বিক উষ্ণায়নের প্রতিধ্বনি পোপের কন্ঠে

পোপ ফ্রান্সিস পৃথিবীতে পরিবেশ ধ্বংস রোধে বৈশ্বিক উষ্ণায়নের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

একটি যুগান্তকারী চিঠিতে পোপ এই বৈজ্ঞানিক প্রমাণকে সমর্থন করে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের কর্মকান্ডই দায়ী। তিনি বলেন, এই কারণে এই শতকে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে।

তিনি সাংস্কৃতিকভাবে বিকৃত অর্থনৈতিক পদ্ধতির অবসানের জন্যে আহ্বান জানান যেখানে কী না বিশ্বের সব চেয়ে ধনী দেশগুলো গরীব দেশগুলোকে শোষণ করছে এবং পৃথিবীকে আবর্জনায় পরিণত করছে।

ফ্রান্সিস বলেন যে জীবাশ্ম জ্বালানির উপর বিশ্বের নির্ভরতা অবিলম্বে বদলানোর জন্যে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, অর্থনীতি , বানিজ্য ও উৎপাদনে দূরদৃষ্টির অভাবে বিশ্বের সম্পদ লুট করা হচ্ছে।

বিশপ বা যাজকদের কাছে পাঠানো ১৯১ পাতার এই পত্র বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিকদের লক্ষ্য করে লেখা কিন্তু ব্যাপক অর্থে এটি বিশ্বের নেতাদের উদ্দেশ্যে ও লেখা যারা এ বছর আরও পরের দিকে প্যারিসে জলবায়ু সম্মেলনে যোগ দেবেন।