যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও হংকং এর গণতন্ত্রপন্থি যে সব আন্দোলনকারী ঐ শহর ছেড়ে পালিয়ে গেছে তাদের রক্ষা করার সংকল্প ব্যক্ত করেন এবং চীনের এই উক্তির নিন্দে করেন যে পুলিশ বিদেশী সক্রিয়বাদীদেরও গ্রেপ্তারের আদেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও হংকং এর গণতন্ত্রপন্থি যে সব আন্দোলনকারী ঐ শহর ছেড়ে পালিয়ে গেছে তাদের রক্ষা করার সংকল্প ব্যক্ত করেন এবং চীনের এই উক্তির নিন্দে করেন যে পুলিশ বিদেশী সক্রিয়বাদীদেরও গ্রেপ্তারের আদেশ দিয়েছে। মঙ্গলবার পম্পেও এক বিবৃতিতে বলেন চীনের কমিউনিস্ট পার্টি নিজের জনগণের মুক্ত চিন্তাকে সহ্য করতে পারে না এবং ক্রমশই সে চীনের সীমান্তের বাইরেও হাত বাড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন “যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মুক্ত রাষ্ট্রগুলো , বেইজিং এর কর্তৃত্ববাদী প্রসারিত হাত থেকে আমাদের জনগণকে রক্ষা করে যাবে। তারই সঙ্গে সংযুক্ত আরেকটি টুইট বার্তায় পম্পেও বলেন যে চীনের কমিউনিস্ট পার্টি যুক্তরাষ্ট্রসহ চীনের বাইরে অবস্থানরত গণতন্ত্রপন্থিদের যে বিচার করতে চাইছে ওয়াশিংটন তার নিন্দে করে।