বিদ্রোহী কবি নজরুল এবং তার গান

বিদ্রোহী কবি নজরুল এবং তার গান

বিদ্রোহী কবি নজরুলের গান শ্রোতার মনকে যেভাবে নাড়া দেয়, এ নাগাদ খুব কম সংগীতকারই তা পেরেছেন। রবীন্দ্রনাথ যখন বাংলা সাহিত্য আর সংগীতকে অভূতপূর্ব ঊচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সেই সময় নজরুল তার স্বাতন্ত্র্য নিয়ে আবিভূর্ত হন। তার গানের বৈচিত্র্য আর ব্যাপ্তি সম্পর্কে আহসানুল হক কথা বলেছেন বাংলার অধ্যাপক রফিকুল ইসলামের সাথে।