প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

গুলশান থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, ওই রেস্তোরার একটি কক্ষে তাঁর মরদেহ রয়েছে এমন খবর পেয়ে তারা ঘটনা স্থলে উপস্থিত হন। এই ঘটনায় রেস্তোরার ৬ জন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

মাহবুবুল হক শাকিল ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে তাঁর মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের বাঘমারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মাত্র ৪৭ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী'র রিপোর্ট।