ফিলিপিন্সে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লক্ষ লক্ষ মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছেন। অনানুষ্ঠানিক ভোট গণনায় দেখা যাচ্ছে এক মেয়র এগিয়ে আছেন।
সোমবারের নির্বাচনের আগে দাভাও শহরের দীর্ঘ দিনের মেয়র রডরিগো দুটার্টে জনমত সমীক্ষায় তার প্রতিদ্বন্দ্বী সেনেটার গ্রেস পো এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানুয়েল রোহাসের চাইতে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট বেনিনো আকিনো অবশ্য সমর্থন করেন রোহাসকে।
সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে বলেছে নির্বাচনের দিনে সহিংসতার খবর পাওয়া গেছে।
রামোন কাসিপলে হচ্ছেন ম্যানিলা ভিত্তিক Institute for Political and Electoral Reform এর নির্বাহী পরিচালক। তিনি বলেন, “সহিংসতা, কারচুপি বা ভোটের মেশিন নষ্ট হয়ে যাওয়া যাই হোক না কেন , প্রশ্ন হচ্ছে সেগুলো কি বিচ্ছিন্ন ঘটনা না ধারাবাহিকতা। এখনও আমরা সেটা জানি না। এত আগে কিছু বলা যাবে না। তবে ফলাফল বিশ্বাসযোগ্য হতে হবে যা জনগন মেনে নেবে।”
তিনি আরও বলেন প্রক্রিয়া সুষ্ঠ না হলে গণতন্ত্র ব্যর্থ হবে।