বৃষ্টি ও জাতীয় সড়কের বেহাল রক্ষণাবেক্ষনে ত্রিপুরার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

আগরতলায় একটানা প্রবল বৃষ্টি ও জাতীয় সড়কের বেহাল রক্ষণাবেক্ষনের জন্য স্থলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। গত দুমাস ধরে এই অবস্থা চলছে। ত্রিপুরার লাইফ লাইন আট নম্বর জাতীয় সড়ক। কিন্তু বৃষ্টির কারণে অসম সংলগ্ন এই সড়কে যান চলাচল থমকে গিয়েছে। রক্ষণাবেক্ষণের গাফিলতি ও বৃষ্টির জন্য এই সড়কের কিছু অংশ কার্যত খানাখন্দের চেহারা নিয়েছে। দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলায় এই সড়কে হাঁটু পর্যন্ত কাদা। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ত্রিপুরা বারেবারেই কেন্দ্রকে হস্তক্ষেপের অনুরোধ করছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে রাজ্যের অভিযোগ। এর ফলে ত্রিপুরায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে। পেট্রোলের দাম ছুঁয়েছে প্রতি লিটারে তিনশো টাকা।জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবিতে রাজ্যের বিরোধী দলগুলি পথে নেমেছে। পথ অবরোধ ও বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি।কোনও কোনও জায়গায় গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।সরবরাহ বন্ধ হওয়ায় রান্নার গ্যাসেরও তীব্র অভাব দেখা দিয়েছে। এরফলে নাজেহাল সাধারন মানুষ।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy