ভারতে ধর্ষণের অপরাধে ৪জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্ট

ভারতে নির্ভয়া ধর্ষণকান্ডে দোষীদের মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের মে মাসে দোষী সাব্যস্ত চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে তিন ধর্ষক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজই এই রায় দিল সুপ্রিম কোর্ট। ফলে, সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর সাজাপ্রাপ্ত চার জনের রাষ্ট্রপতির কাছে ‌প্রাণভিক্ষা ছাড়া আর কার্যত কোন উপায় নেই।

আজ মামলার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার করার মতো ‌যুক্তি সাজাপ্রাপ্তদের আবেদনে নেই। নির্ভয়া ধর্ষণ ও খুনের মামলায় মুকেশ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয়কে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে দিল্লি হাইকোর্ট। এর পরই মুকেশ, পবন ও বিনয় সেই শাস্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। ঐ মামলায় দোষী সাব্যস্ত চতুর্থ ব্যক্তি অক্ষয় কুমার সিং। সে এখনও প‌র্যন্ত মৃত্যুদণ্ড মকুব করার কোন আবেদন করেনি। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের ওই গণধর্ষণে মোট অভি‌যুক্ত ছিল ছয় জন। এদের মধ্যে বাসচালক রাম সিং তিহাড় জেলের মধ্যেই মারা ‌যায়। আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হয়। তিন বছর পর সে ছাড়াও পেয়ে ‌গিয়েছে।

২০১২ সালে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়া। তাঁর সঙ্গীকে ঘায়েল করে বাস থকে ফেলে দেয় অপরাধীরা। এরপর ওই ছাত্রীর উপরে চলে নির্মম অত্যাচার।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।