হাসপাতালে শয্যা নিয়ে উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে

হাসপাতালে শয্যা পেতে অসুবিধার অভিযোগ দিকে দিকে। এই নিয়ে করোনা রোগীর পরিজনদের মধ্যে উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি সামলাতে পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা বাডানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারি অধিগৃহীত হাসপাতালেও শয্যা বাড়ানো হচ্ছে উল্লেখযোগ্য হারে। এ বার এই ধরনের শয্যা ব্যবস্থাপনায় নির্দিষ্ট বিধি মানার সুপারিশ করল পশ্চিমবঙ্গ সরকার।

Your browser doesn’t support HTML5

হাসপাতালে শয্যা নিয়ে উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের বক্তব্য, প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি মেনে শয্যা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন আশ্বস্ত করেছে, প্রতিষেধকের প্রথম ডোজ় যাঁরা পেয়েছেন, দ্বিতীয় ডোজ় পেতে তাঁদের যাতে সমস্যা না-হয়, তা নিশ্চিত করার ব্যবস্থা হবে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, অধিগৃহীত বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা পেতে গেলে স্বাস্থ্য ভবনের ‘অ্যাডমিশন সেলের’ সঙ্গে যোগাযোগ করতে হবে।