স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মেনে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ : বাড়ছে করোনার ঝুঁকি

করোনা মোকাবেলায় এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত নিষিদ্ধ করা এবং আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ রাখার সরকারি নির্দেশনা ও সড়ক পথে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নজরদারির পরেও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছেড়ে গ্রামে যাবার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছে। ছুটে চলা এই মানুষদের কোন ধরনের করোনার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানার কোন বালাই নেই। আন্তঃজেলা গণপরিবহণ না থাকার কারণে মানুষ প্রাইভেট কার ভাড়া করে, পিকআপ ভ্যানে বা কখনো পায়ে হেটে অর্থাৎ যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ করার জন্য।

Your browser doesn’t support HTML5

স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মেনে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ : বাড়ছে করোনার ঝুঁকি

স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানার কারণে করোনার সংক্রমণ রয়েছে বিশাল ঝুঁকিতে - এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগণ। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেন, পুরো পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপকমাত্রায় বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছেন।