জঙ্গি গোষ্ঠী প্রতিশ্রুতি না রাখলে তালেবানদের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে-পেন্টাগন

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে ২০২০ সালের চুক্তির আওতায় জঙ্গি গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি না মানলে তালেবানদের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে যদিও ওয়াশিংটন এই প্রচেষ্টাতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

আফগানিস্তানের মানবাধিকার কমিশন বলেছে, কাতারে শান্তি আলোচনাসহ যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গত বছর সংঘর্ষে ২,৯০০-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বানকে নাজুক করে দিয়েছে ব্যাপকহারে এই হত্যাকাণ্ড এবং আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি প্রক্রিয়ার আলোচনাকে হুমকির মুখে ফেলেছে।

পেন্টাগন মুখপাত্র জন কারবি সাংবাদিকদের জানান "তারা সন্ত্রাসবাদ ত্যাগ ও আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর উপর সহিংস হামলা বন্ধে তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত সমঝোতা নিষ্পত্তির পথ খুব কঠিন হবে, তবে আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ," । ২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে চুক্তি হয় যে ২০২১ সালের মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্র সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করে নিলে বিদ্রোহীরা সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং কূটনীতিকরা বলছেন যে তালেবানের সঙ্গে বিশেষ করে হক্কানি নেটওয়ার্ক এর শাখা এবং আল-কায়েদার সম্পর্ক বন্ধ রাখতে হবে।