ব্রিটেনের বড় বড় শহরে পেট্রোল পাম্পে তীব্র তেল সংকট

লন্ডনে তেল ফুরিয়ে যাওয়া একটি পেট্রল স্টেশন, ২৬শে সেপ্টেম্বর, ২০২১, ছবি/পল চাইল্ডস/রয়টার্স

সোমবার ব্রিটেনে গ্যাস স্টেশনগুলোতে ৯০ শতাংশ পর্যন্ত তেল ঘাটতি দেখা যায়। ট্রাক চালকদের অভাবে আতংকিত হয়ে মানুষ বেশি পরিমাণে তেল কিনতে থাকায় এই অবস্থা তৈরি হয় । খুচরো বিক্রেতারা হুশিয়ার করে দেন যে এই সঙ্কট বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে I

চরম কোভিড -মহামারী থেকে সৃষ্ট, ব্রেক্সিট-পরবর্তী ট্রাক চালকের অভাব, খাদ্য থেকে জ্বালানি পর্যন্ত সবকিছুতে ব্রিটেনে সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলতা বয়ে আনে , যাতে আশংকা বাড়ছে যে ক্রিসমাসের আগে জিনিস-পত্রের দাম বৃদ্ধি পেতে পারেI

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে, খাদ্য ঘাটতি এড়াতে লক্ষ লক্ষ পাউন্ড ব্যয় করার মাত্র কয়েক দিন পরে মন্ত্রীরা মানুষকে আতংকিত হয়ে অতিরিক্ত কেনা থেকে বিরত থাকতে বলেছিলেন।

তবে রবিবার সারা দেশে পেট্রোল স্টেশনে ডজন ডজন গাড়ির লম্বা লাইন দেখা যায় , তাদের তেলসরবরাহ ফুরিয়ে যায়এবং অনেক গ্যাস স্টেশন বন্ধ করতে বাধ্য হয় । রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ব্রিটেনের শহর জুড়ে পাম্পগুলি হয় বন্ধ ছিল অথবা লক্ষণ ছিল যে জ্বালানি সোমবারও পাওয়া যাবে নাI

টাইমস এবং ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ব্রিটেন ভোক্তাদের কাছে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সেনাবাহিনী ডাকার কথা বিবেচনা করছে।

(রয়টার্স)