পণ্ডিত যশরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন

হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র কণ্ঠসঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এবছর তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তাঁর বাড়িতে গিয়ে করোনার জন্য লকডাউন হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেননি। আজ সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের এমন কোনও সম্মান নেই যা তিনি অর্জন করেননি। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন তিনি। খেয়ালের মধ্যে অপেক্ষাকৃত হালকা সুরের ঠুংরির মূর্ছনা ঢুকিয়ে দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই সময়ে, সেই পঞ্চাশ বছর আগে খেয়ালের মতো একটা গম্ভীর মেজাজের উচ্চাঙ্গ সঙ্গীতে একটু হালকা ধরনের ঠুংরির মিশ্রণ প্রায় অকল্পনীয় ছিল। কিন্তু পণ্ডিত যশরাজ, যিনি ১৪ বছর বয়স থেকে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনা করে আসছেন, তিনি সেটাকে এতই অনায়াসে দক্ষতায় পরিবেশন করতেন, যাতে শ্রোতারা মোহিত হয়ে যেত। ২০০৬ সালে তাঁর প্রতি সম্মান জ্ঞাপন করতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পরিষদ একটি নব আবিষ্কৃত ছোট্ট গ্রহের নাম রাখে "পণ্ডিতযশরাজ"। প্রায় ৮০ বছর ধরে সঙ্গীত সাধনার পর আজ তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এ আর রহমান সহ ভারতীয় সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা পণ্ডিত যশরাজের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।