পাকিস্তানি তালিবান ও সরকারের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা
এক খবরে জানা গেছে যে পাকিস্তানের সরকার শান্তি আলোচনা আবার ও শুরু করার উপায় স্থির করার জন্যে পাকিস্তানি তালিবানের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনা শুরু করেছে।একজন শীর্ষ সামরিক কমান্ডার সোমবার বার্তা সংস্থাগুলিকে জানিয়েছে যে আলোচনার মূল বিষয়টি ছিল আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংলগ্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতিয় অঞ্চল। কমান্ডার বলেছেন যে বন্দীমুক্তি সহ , তালিবানরা অনেকগুলো দাবি করছে।পাকিস্তানি সামরিক ও সরকারী কর্মকর্তাদের তাত্ক্ষণিক মন্তব্যের জন্যে পাওয়া যায়নি । বলা হচ্ছে যে এই সব আলোচনায় উপজাতিয় মুরুব্বি এবং সাবেক সামরিক ও অসামরিক কর্মকর্তারা যোগ দিয়েছেন।সরকার অতীতেও পাকিস্তানি তালিবানের সঙ্গে চুক্তি করেছে কিন্তু বেশির ভাগই সেই সব চুক্তি ভেঙ্গে পড়ে। সমালোচকরা বলছেন যে এই সব সমঝোতায় জঙ্গিরা আবারও সংগঠিত হয়ে প্রতিবেশি আফগানিস্তানের সরকার ও বিদেশি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার শক্তি সঞ্চয় করে।এটাও পরিস্কার নয় যে পাকিস্তানি তালিবানরা টেকসই চুক্তি সম্পাদনের জন্যে নিজেদের মধ্যে একতাবদ্ধ কি না।গত মে মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী আল ক্বায়দা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানি শহরে হত্যা করার পর থেকে জঙ্গিদের নির্মূল করার ব্যাপারে পাকিস্তান চাপের মুখে রয়েছে।