পাকিস্তানে এই প্রথম একটি অসামরিক সরকার তার শাসন পরিচালনার নির্ধারিত মেয়াদ পুরোপুরি সম্পন্ন করতে পারলো এবং তারই প্রেক্ষিতে এখন সংসদ বিলুপ্ত করে তত্বাবধায়ক সরকারের অধিনে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে । সদ্য সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেয আশরাফ এখন নির্বাহি কর্তা রূপে সাময়িকভাবে শাসন পরিচালনা করছেন , ইতিমধ্যে তত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিস্পত্তি আলোচনা চলছে – বলা হচ্ছে , আসন্ন এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন অসামরিক সরকার যদি নির্বিঘ্নে ক্ষমতায় আসতে পারে তাহলে পাকিস্তানে , অসামরিক একটি সরকারের কাছ থেকে অসামরিক আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আরেক ইতিহাস রচিত হবে , সাতচল্লিশ উত্তর পাকিস্তানের রাজনীতিতে । বিষয়টি নিয়ে আমরা কথা বলি করাচী নিবাসী রাজনৈতিক ভাস্যকার-সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দিন ।pakistan pol
Your browser doesn’t support HTML5