পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে করাচী থেকে সাংবাদিক মাসকাওয়াথ আহসানের বিশ্লেষন

বিদেশে নিজের সম্পদ এবং আর্থিক আর্জনের কথা ২০১৩ সালের নির্বাচনী হলফ নামায় গোপন করার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সে দেশের সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করায় তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। আদালত তাঁকে অসৎ ব্যক্তি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে বলায় তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন।

এদিকে নওয়াজ শরীফ তাঁর ভাই শাহবাজ শরীফকে এই পদে মনোনীত করেছেন। অবশ্য তিনি যেহেতু পাঞ্জাবের মূখ্যমন্ত্রী, সেহেতু এই প্রক্রিয়া হবে বেশ খানিকটা দীর্ঘ।

এ সম্পর্কে করাচি থেকে টেলিফোনে বিশ্লেষক ও সংবাদ ভাষ্যকার মাসকাওয়াথ আহসানের একটি পর্যালোচনামূলক সাক্ষাৎকার শুনুন। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ